ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সেনা কর্মকর্তারা নির্দোষ দাবি আইনজীবীর

২০২৫ অক্টোবর ২২ ১০:৫১:১৭

সেনা কর্মকর্তারা নির্দোষ দাবি আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক: আসামিপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন বুধবার মানবতাবিরোধী মামলায় গ্রেফতার ১৫ সেনা কর্মকর্তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, “তারা নির্দোষ; অপরাধী হলে ইতিমধ্যে পালিয়ে যেতেন, যেমন করেছেন শেখ হাসিনা ও অন্যান্য।”

তিনি আরও জানান, এই কর্মকর্তাদের সাব জেলে রাখা হবে। তার দাবি, তারা কখনও গ্রেফতার ছিলেন না, বরং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। “তারা হত্যা করেননি, তাই পালায়নি,” যোগ করেন তিনি। সাবেক এক আইজিপি রাজসাক্ষী অনুযায়ী, গুম-খুনে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিলেন।

এম সারোয়ার হোসেন বলেন, “ট্রাইব্যুনালে তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আত্মসমর্পণ করেছেন।”

বর্তমান কর্মকর্তারা এখনও বহাল আছেন কিনা এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, “এ বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবেন।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত