ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

কার্গো ভিলেজে আগুন: ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর

২০২৫ অক্টোবর ২১ ২২:৫৩:৪৮

কার্গো ভিলেজে আগুন: ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছিল, আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা ফেরত দেবে। তবে, পণ্যের ক্ষতিপূরণ এনবিআর দেবে না; বরং পণ্য সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে তা বহন করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে এদিন সকালে ওষুধ শিল্প সমিতি এক সংবাদ সম্মেলনে জানায় যে, দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভবিষ্যতের সম্ভাব্য সংকট এড়াতে তারা সরকারের কাছে ১৪টি প্রস্তাব তুলে ধরেছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হলো— আগুনে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট এরই মধ্যে দেওয়া হয়েছে, তা আমদানিকারকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং পুড়ে যাওয়া পণ্যের এলসি সংক্রান্ত সব ব্যাংক চার্জ ও সুদ মওকুফ করা।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, আইনের বিধি-বিধান যথাযথভাবে পর্যবেক্ষণ করে আইনানুগ কার্যক্রম নেওয়া হবে।

কাস্টমস আইন, ২০২৩ এর ২৮ ধারায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, যদি কোনো পণ্য নামানোর সময় বা তার আগেই নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, অথবা নামানোর পর কিন্তু পরীক্ষার আগে কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয় (যেখানে মালিকের অবহেলা ছিল না), তবে শুল্ক ছাড় বা ফেরত দেওয়া হবে। এছাড়াও, আমদানি করার পর কিন্তু দেশের ভেতরে ব্যবহারের জন্য খালাসের আগে পণ্য ক্ষতিগ্রস্ত, নিখোঁজ বা নষ্ট হলে, কাস্টমস কমিশনার ক্ষতি অনুযায়ী শুল্ক ছাড় বা পরিশোধিত শুল্ক ফেরত দেওয়ার অনুমতি দিতে পারবেন। গুদামে রাখা পণ্য ক্ষতিগ্রস্ত হলেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, যেসব পণ্যের শুল্ক পরিশোধের পর কিন্তু খালাসের আগে পুড়ে গেছে, এনবিআর সেই শুল্ক ও কর ফেরত দিতে বাধ্য।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। প্রায় ২৭ ঘণ্টা পর রোববার বিকেলে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত