ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
জোবায়েদ হ’ত্যা: আদালতে বর্ষাসহ তিন আসামির জবানবন্দি
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় এক সাক্ষীও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার পৃথক চারটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।
দোষ স্বীকার করা আসামিরা হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহমেদ আয়লান। একই মামলায় আসামিদের বন্ধু প্রীতম চন্দ্র দাস সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা, বংশাল থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন আদালতে আবেদন করলে ম্যাজিস্ট্রেটরা আসামিদের জবানবন্দি রেকর্ডের অনুমতি দেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া- বর্ষার জবানবন্দি রেকর্ড করেন, ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান- মাহিরের জবানবন্দি রেকর্ড করেন, ম্যাজিস্ট্রেট জুয়েল রানা- ফারদীনের জবানবন্দি রেকর্ড করেন, ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান-সাক্ষী প্রীতমের জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দি শেষে প্রীতমকে পরিবারের হেফাজতে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহত জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বর্ষা, মাহির ও ফারদীনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৪–৫ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত জোবায়েদ হোসেন পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন। ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পড়াতে যান বংশালের নুর বক্স লেনের ১৫ নম্বর রৌশান ভিলায়। একই দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার ছাত্রী বর্ষা ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে জানায় জোবায়েদ স্যার খুন হয়ে গেছেন।
ঘটনার খবর পেয়ে জোবায়েদের ভাই এনায়েত ঘটনাস্থলে গেলে সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ভবনের তৃতীয় তলায় সিঁড়ির ওপর উপুড় অবস্থায় ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন তিনি।
পরে ময়নাতদন্ত শেষে ২০ অক্টোবর কুমিল্লার কৃষ্ণপুর গ্রামে নিহত জোবায়েদকে দাফন করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে জোবায়েদকে হত্যা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং