ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
শিশুখাদ্য আমদানিতে নতুন সিদ্ধান্ত দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক অত্যাবশ্যকীয় শিশুখাদ্য আমদানির শর্ত শিথিল করেছে। এখন থেকে শিশুখাদ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে ১০০ শতাংশ নগদ মার্জিন (অগ্রিম টাকা জমা) বাধ্যতামূলকভাবে দিতে হবে না। ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই মার্জিন নির্ধারিত হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা পূর্ববর্তী সার্কুলারে অ-শস্য খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাবার যেমন টিনজাত খাবার, চকোলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস ইত্যাদির আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার কথা বলা হয়েছিল। তবে কিছু ব্যাংক ভুলবশত অত্যাবশ্যকীয় শিশুখাদ্যকেও এই তালিকার অন্তর্ভুক্ত করে মার্জিন আদায় করছিল।
নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে যে, শিশুখাদ্য ওই তালিকার অন্তর্ভুক্ত নয়। ফলে, শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক ও আমদানিকারকের সম্পর্কের ওপর ভিত্তি করে নগদ মার্জিন নির্ধারণ করা যাবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি