ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে মন্ত্রণালয়ের মতামত সভা শুরু

২০২৫ অক্টোবর ২১ ১৯:০২:৩৯

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে মন্ত্রণালয়ের মতামত সভা শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিয়ে কনসালটেশন সভা আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে সচিবালয়ে এ সভা শুরু হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ৫২ মিনিট) সভা এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

সভায় উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, ইউজিসি সদস্য ড. তানজিম উদ্দিন খান, ঢাকা কলেজের অধ্যক্ষ ও সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস, সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সূত্র জানায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া নিয়ে শিক্ষার্থীদের মতামত শুনতেই এই কনসালটেশন সভার আয়োজন করেছে মন্ত্রণালয়।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে। এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অংশীজনদের কাছ থেকে মতামত চায়।

উল্লেখ্য, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আওতায় আসতে পারে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত