ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

জোবায়েদ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

২০২৫ অক্টোবর ২১ ১৩:৫১:৪৪

জোবায়েদ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের নির্মম হত্যাকাণ্ড ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্তে জানা গেছে, হত্যার সময়ও জোবায়েদ জীবিত ছিলেন এবং বাঁচার চেষ্টা করছিলেন। এসময় প্রেমিকা বর্ষার সামনে দাঁড়িয়ে তিনি আর্তনাদ করে বলেন, “আমাকে বাঁচাও”। কিন্তু বর্ষা ঠান্ডা মাথায় উত্তর দেন, “তুমি না মরলে আমি মাহীর হতে পারব না”—এরপরই জোবায়েদের মৃত্যু নিশ্চিত করতে চলে যান তিনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি বলেন, “মেয়েটি খুব চালাক। দুই দিকেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। মাহীর সঙ্গে সম্পর্ক ছিল নয় বছরের, আবার জোবায়েদের প্রতিও টান তৈরি হয়েছিল।”

তদন্তে আরও বেরিয়ে এসেছে, প্রেমিক মাহীর সঙ্গে মিলে বর্ষা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। দুজনে আগে থেকেই ছুরি ও দুটি নতুন সুইচ গিয়ার কিনে রাখে। ঘটনার দিন মাহীর ছুরিকাঘাতে জোবায়েদকে হত্যা করা হয়, বর্ষা পাশে থেকে পুরো বিষয়টি “কনফার্ম” করে।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, “এটি পরিকল্পিত হত্যা। প্রথমে জিজ্ঞাসাবাদে মেয়ে অস্বীকার করলেও মাহীর মুখোমুখি করতেই সব স্বীকার করে। ২৫ সেপ্টেম্বর থেকেই তারা হত্যার পরিকল্পনা শুরু করে।”

উল্লেখ্য, নিহত জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার রৌশান ভিলা নামের বাসায় ওই ছাত্রীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে টিউশনির জন্য তিন তলায় ওঠার সময় সিঁড়িতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। নিচ থেকে উপরের প্রতিটি ধাপে রক্তের দাগ পড়ে থাকে। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ও তাতীবাজার মোড় অবরোধ করে রাখেন। পুলিশ ইতোমধ্যে ওই ছাত্রীসহ চারজনকে আটক করেছে, মামলার প্রস্তুতি চলছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত