ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

প্রত্যাশা বৃদ্ধির কারিগর ৯ কোম্পানি

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ২০ ১৬:৩৩:৫২

প্রত্যাশা বৃদ্ধির কারিগর ৯ কোম্পানি

মোবারক হোসেন:টানা দরপতন কাটিয়ে আজ সোমবার উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। টানা ৪ কর্মদিবসের পতনে ডিএসইর প্রধান সূচক কমেছিল ১৮৩ পয়েন্ট। সেখান থেকে আজ সূচকে ৬৭ পয়েন্ট ফিরেছে, যার নেতৃত্বে ছিল ৯ কোম্পানি। আর এই ৯ কোম্পানি ডিএসইর সূচকে প্রায় ৩২ পয়েন্ট যোগ করেছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৯টি হলো- ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, ওয়ালটন হাইটেক, লাফার্জহোলসিম, পূবালী ব্যাংক, ইউসিবি এবং সিটি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ১২ পয়েন্ট যোগ করেছে। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২ টাকা বা ৫.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ১০ পয়সায়। এদিন শেয়ারটির দর ৩৫ টাকা ৯০ পয়সা থেকে ৩৮ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। আর দিনশেষে ব্যাংকটির ১ কোটি ১২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি ডিএসইর সূচকে ৪ পয়েন্টের বেশি যোগ করেছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৪.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ৫০ পয়সায়। এদিন শেয়ারটির দর ১০৪ টাকা ৬০ পয়সা থেকে ১১১ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। আর দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৬২ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ১.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৪০ পয়সায়। এদিন শেয়ারটির দর ৬৫ টাকা ৭০ পয়সা থেকে ৬৭ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ৫ কোটি ১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলো মধ্যে- বিকন ফার্মা প্রায় ৩ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ২ পয়েন্টের বেশি, লাফার্জহোলসিম ২ পয়েন্ট, পূবালী প্রায় ২ পয়েন্ট, ইউসিবি প্রায় ২ পয়েন্ট, ইউসিবি প্রায় ১ পয়েন্ট এবং সিটি ব্যাংক ১ পয়েন্টের বেশি যোগ করেছে।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত