ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সানায় হুথি অভিযান: জাতিসংঘের ২০ কর্মী আটক

২০২৫ অক্টোবর ২০ ০০:১১:২৮

সানায় হুথি অভিযান: জাতিসংঘের ২০ কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় হুথি যোদ্ধাদের অভিযান চালিয়ে জাতিসংঘের এক স্থাপনার কর্মীদের আটক করার ঘটনা ঘটেছে। প্রায় দুই ডজন কর্মী আটক হলেও আরও কিছু কর্মীকে স্বল্প সময়ে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম জানান, হুথি বাহিনী শহরের হাদা জেলার কম্পাউন্ডে অভিযান চালিয়ে অন্তত ৫ জন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে। এছাড়া আরও ১১ জনকে সংক্ষিপ্ত সময়ের জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে যাতে দ্রুত পরিস্থিতি সমাধান করা যায় এবং সব কর্মীকে মুক্তি দিয়ে সংস্থার স্থাপনাগুলো পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া যায়।

এক নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা জানান, হুথি যোদ্ধারা কম্পাউন্ডে থাকা কম্পিউটার, ফোন ও সার্ভারসহ সব যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে। আটককৃতরা বিভিন্ন জাতিসংঘ সংস্থার সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), ইউনিসেফ ও মানবিক বিষয়ক সমন্বয় অফিস (OCHA)।

সানা, হোদেইদাহ ও উত্তরের সাদা প্রদেশসহ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় হুথিরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে চাপ বাড়ানোর মধ্যেই এই অভিযান চালায়। জাতিসংঘের হিসাবে, ইয়েমেনে এখনও পর্যন্ত ৫০ জনের বেশি কর্মী হুথি বাহিনীর হাতে আটক হয়েছে।

এর আগে হুথি বাহিনী আটক কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল, যা জাতিসংঘ অস্বীকার করেছে। এই বছরের শুরুর দিকে একই ধরনের ঘটনার পর জাতিসংঘ উত্তরাঞ্চলের সাদা প্রদেশে তাদের কার্যক্রম স্থগিত করে এবং শীর্ষ মানবিক সমন্বয়কারীকে সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রশাসনিক কেন্দ্র আদেনে স্থানান্তর করে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা আমাদের সহকর্মীদের নির্বিচারে আটকানোর অবসান দাবি করছি। হুথি নেতা আবদেলমালেক আল-হুতি দাবি করেন, তার বাহিনী সবচেয়ে বিপজ্জনক গুপ্তচর চক্র ভেঙে দিয়েছে, যা WFP ও ইউনিসেফের সঙ্গে যুক্ত। ডুজারিক এর জবাবে বলেন, এই অভিযোগ বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জন জাতিসংঘ কর্মী এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থার ২৩ জন বর্তমান ও প্রাক্তন কর্মী ইয়েমেনে আটক হয়েছে।

দশ বছর ধরে চলমান সংঘাতের কারণে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেশটি আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটি। জাতিসংঘের হিসাবে, দেশটির কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল, যা ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটের কেন্দ্রে পরিণত করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত