ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
মালয়েশিয়ায় আলো ছড়ালো বাংলাদেশি পণ্য
প্রবাস নিউজ: মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অনুষ্ঠিত মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল–২০২৫-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
চার দিনব্যাপী এই আন্তর্জাতিক উৎসবটি ১৬ থেকে ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি খাতে ৪০০টিরও বেশি বুথে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান এবং স্বাগতিক মালয়েশিয়াসহ আটটি দেশ।
১৮ অক্টোবর মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর দপ্তরের (ধর্মীয় বিষয়ক) মন্ত্রী সিনেটর দাতো’ সেতিয়া ড. হাজী মোহাম্মদ নাঈম বিন হাজী মোখতার, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের প্রতিনিধিদলসহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা।
বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় বাংলাদেশের সুপরিচিত প্রতিষ্ঠান প্রাণ মেলায় অংশ নেয় এবং তাদের বিভিন্ন খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এবি রউফ বিন ইউসুহসহ অতিথিরা বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরী ও তাঁর সহধর্মিণী ফারজানা নাসরিন অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস, ওষুধ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ রপ্তানিযোগ্য সামগ্রীর বিষয়ে তাঁদের অবহিত করেন। তিনি হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি প্রতিষ্ঠানকে এই মেলায় অংশগ্রহণে উৎসাহিত করার আশা প্রকাশ করেন।
বাংলাদেশি পণ্যের বাজার মালয়েশিয়ায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে বলে উল্লেখ করে হাইকমিশন জানায়, রাজধানী কুয়ালালামপুর ছাড়াও বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পণ্য আরও ব্যাপকভাবে পরিচিত হচ্ছে। ২০২৫ সালে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশ হাইকমিশনের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ সম্পর্কিত প্রকাশনা, বিনিয়োগ ও পর্যটন সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থী বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রীর প্রতি আগ্রহ প্রকাশ করেন।
মেলার শেষ দিনে সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি