ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

প্রবাসীদের সচেতনতা-ভাবমূর্তি উন্নয়নে আমিরাতে মতবিনিময় সভা

২০২৫ অক্টোবর ১৯ ১৯:১৭:৩৮

প্রবাসীদের সচেতনতা-ভাবমূর্তি উন্নয়নে আমিরাতে মতবিনিময় সভা

প্রবাস নিউজ: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুজাইরা বাংলাদেশ সমিতির আয়োজনে, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় এবং আমিরাত প্রশাসনের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফুজাইরা বাংলাদেশ সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কফিল উদ্দিন বেলাল।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ, আর সঞ্চালনায় ছিলেন হেলাল নুর ও হামাদ মুহাম্মদ ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে আমিরাত প্রশাসনের উদ্যোগে সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ব্যবহার ও ট্রাফিক আইন বিষয়ে তিনটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর ফুজাইরা পুলিশের কমিউনিটি সুরক্ষা ও প্রতিরোধ বিভাগের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাঈদ আল হাশিমি বলেন, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আমরা সবসময় সহযোগিতায় থাকতে চাই। আশা করি, আপনারাও অপরাধ প্রতিরোধে আমাদের অংশীদার হবেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ও আইন মেনে চলার আহ্বান জানান।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাত শতভাগ আইনের দেশ, যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্ত করা হয়। তাই আমরা যে যেখানে থাকি, সবারই আইন মেনে চলা উচিত। তিনি আরও জানান, একই দিনে প্রবাসী কল্যাণের নানা বিষয়ে আমিরাতের শ্রম মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আমাদের সব সমস্যার সমাধান হতে পারে ভালো কাজের মাধ্যমেই। ইতিবাচক কাজই আমাদের শক্তি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুজাইরার সিআইডি সাইবার অপরাধ দমন বিভাগের সিনিয়র কর্মকর্তা লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তুনাইজি, ট্রাফিক ও লাইসেন্সিং বিভাগের সহকারী ড. ইয়াসের রশিদ আল হেফেইতি, কমিউনিটি পুলিশের সিনিয়র কর্মকর্তা মেজর ফাতিমা হামাদ আল ইয়ামাহি, মেজর মরিয়ম আলী আল জাহমি ও আহমেদ নাসের আল কিন্দি।

সভায় ফুজাইরা বাংলাদেশ সমিতির সদস্য, সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এবং আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রবাসীরা অংশ নেন। তারা আয়োজনের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত রাখার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল আমিরাত প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দুই দেশের সরকারের বার্তাগুলো আমরা যেন প্রবাসীদের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত