ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শান্তি সংলাপের আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল দুই দেশ
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ উত্তেজনা ও সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার দুই শত্রুভাবাপন্ন প্রতিবেশী—পাকিস্তান ও আফগানিস্তান। দোহায় আজ শনিবার (১৮ অক্টোবর) শুরু হতে যাওয়া শান্তি সংলাপ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে উভয় দেশ নিশ্চিত করেছে। দুই পক্ষের এই পদক্ষেপ সীমান্ত উত্তেজনা প্রশমনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের সরকারি প্রতিনিধি দল ইতোমধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে, আর আফগান প্রতিনিধিরা শনিবার পৌঁছাবেন। তবে জিও নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানি প্রতিনিধিরা এখনো রওনা দেননি—তারা আজই দোহা উদ্দেশে যাত্রা করবেন।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যায়। পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের টানাপোড়েনের মূল কারণ তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি), যাকে ইসলামাবাদ বহু বছর আগে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। তবে কাবুলে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর টিটিপি আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে অভিযোগ পাকিস্তানের।
আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপি ও পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ এখন প্রায় নিয়মিত ঘটনা। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, কাবুল সরকার টিটিপিকে আশ্রয় ও মদত দিচ্ছে। তবে আফগানিস্তান বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি দুই দেশের উত্তেজনা চরমে ওঠে। ৯ অক্টোবর রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যাতে নিহত হন টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ এবং সংগঠনের আরও কয়েকজন শীর্ষস্থানীয় সদস্য। এর জবাবে ১১ অক্টোবর আফগান সেনারা সীমান্তবর্তী পাকিস্তানি চৌকিগুলোতে হামলা চালায়। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। টানা চারদিন চলা এই সংঘাতে আইএসপিআর-এর তথ্যমতে আফগান বাহিনীর ২০০ জন ও পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হন।
১৫ অক্টোবর উভয় পক্ষ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা শুক্রবার দুপুরে শেষ হয়। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি বিমানবাহিনী আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে নতুন হামলা চালায়। এতে নিহত হয় অন্তত ৫০ জন এবং আহত দেড় শতাধিক। এই রক্তক্ষয়ী ঘটনার পরই রাতেই যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয় কাবুল ও ইসলামাবাদ, যাতে দোহা সংলাপের পরিবেশ অনুকূলে থাকে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার