ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আজ শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

সরকার ফারাবী
সরকার ফারাবী

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৭ ১৪:৩৯:১৪

আজ শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ১৮তম ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কা নারী দল মুখোমুখি হচ্ছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা নারী দলের। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ০৩:৩০টায় (স্থানীয় সময় বিকাল ৩:০০টা)।

টানা তিন ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা বর্তমানে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের উপরের দিকে নিজেদের অবস্থান মজবুত করেছে। অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কা এখনও জয়ের দেখা পায়নি। তাদের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচে অলৌকিক কিছু করে দেখাতে হবে।

ম্যাচ পরিস্থিতি ও দলের অবস্থান

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা নিউজিল্যান্ড, ভারত এবং সবশেষ বাংলাদেশকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে। অভিজ্ঞ অলরাউন্ডার মারিজান ক্যাপ (Marizanne Kapp), বিস্ফোরক ব্যাটার তাজমিন ব্রিটস (Tazmin Brits) এবং অধিনায়ক লরা উলভার্ট (Laura Wolvaardt)-এর ব্যাটে ভর করে প্রোটিয়ারা এই ম্যাচেও ফেভারিট হিসেবে নামছে। স্পিনে ননকুলুলেকো ম্লাবা (Nonkululeko Mlaba) তাদের প্রধান অস্ত্র।

অন্যদিকে, শ্রীলঙ্কা নারী দলের পারফরম্যান্স হতাশাজনক। চারটি ম্যাচের মধ্যে দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এবং বাকি দুটিতে তারা হেরেছে। তাদের একমাত্র ভরসা অধিনায়ক চামারি আতাপাত্তু (Chamari Athapaththu) এবং নির্ভরযোগ্য ব্যাটার হার্শিতা সমরবিক্রমা (Harshitha Samarawickrama)। বল হাতে দলের অভিজ্ঞ স্পিনার ইনোকা রানাউইরা (Inoka Ranaweera) একাই লড়ে যাচ্ছেন। স্বাগতিক পরিবেশের সুযোগ নিয়ে চমক দেখানোর চেষ্টা করবে লঙ্কানরা।

ভেন্যু ও পিচ রিপোর্ট

আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বোর পিচ ঐতিহ্যগতভাবে স্পিনারদের জন্য সহায়ক এবং এটি একটি মাঝারি গতির উইকেট। দিনের খেলা হলেও স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এই মাঠে প্রথমে ব্যাট করা এবং পরে ব্যাট করা দলের সাফল্যের হার প্রায় কাছাকাছি। তবে টসজয়ী অধিনায়ক পিচের আচরণ ও বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

উভয় দলই তাদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা নারী দল:

ব্যাটার: লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, সুনে লুস, অলরাউন্ডার: মারিজান ক্যাপ, ক্লো ট্রায়ন, আনিয়েক বশ, নাডিন ডে ক্লার্ক, উইকেটরক্ষক: সিনালো জাফতা, বোলার: আয়া বোঙ্গা খাকা, টুমী সেখুখুনে, ননকুলুলেকো ম্লাবা।

শ্রীলঙ্কা নারী দল:

ব্যাটার: হাসিনি পেরেরা, বিশ্মি গুনারত্নে, হার্শিতা সমরবিক্রমা, নিলাক্ষি দে সিলভা, অলরাউন্ডার: চামারি আতাপাত্তু (অধিনায়ক), কাভিশা দিলহারি, উইকেটরক্ষক: আনুষ্কা সঞ্জীবনি, বোলার: পিয়ুমী ওয়াথসালা বাদলগে, সুগন্ধিকা কুমারী, মালকি মাদারা, ইনোকা রানাউইরা।

খেলাটি সরাসরি দেখবেন যেভাবে

ভারতে:

টিভি চ্যানেল: স্টার স্পোর্টস নেটওয়ার্কের (Star Sports Network) বিভিন্ন চ্যানেলে সম্প্রচার হতে পারে।

লাইভ স্ট্রিমিং: Disney+ Hotstar অ্যাপ এবং ওয়েবসাইটে খেলাটি সরাসরি দেখা যাবে।

বাংলাদেশে:

টিভি চ্যানেল: সাধারণত Gazi TV (GTV) অথবা T Sports-এ আইসিসি ইভেন্টগুলোর সরাসরি সম্প্রচার করা হয়।

লাইভ স্ট্রিমিং: সংশ্লিষ্ট চ্যানেলের নিজস্ব অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম যেমন Rabbithole-এ স্ট্রিমিং দেখার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকা:

টিভি চ্যানেল: SuperSport নেটওয়ার্কে খেলাটি দেখা যেতে পারে।

শ্রীলঙ্কা:

স্থানীয় স্পোর্টস চ্যানেলগুলোতে সম্প্রচারিত হতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত