ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
পোশাক খাতকে শেয়ারবাজারে আনতে বড় উদ্যোগ নিচ্ছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের পরিধি আরও বিস্তৃত করতে এবং বস্ত্র ও পোশাক খাতের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার লক্ষ্যে শিগগিরই সেমিনারের আয়োজন করবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এই সেমিনারের মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে শেয়ারবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ সৃষ্টিই মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান-এর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, সম্ভাব্য কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজ করা এবং কর্পোরেট গভর্নেন্স উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “আমরা চাই শেয়ারবাজারের ক্ষেত্রটি আরও বড় হোক। আগ্রহী কোম্পানিগুলোকে নিয়ে আমরা সেমিনারের আয়োজন করব, যাতে তারা শেয়ারবাজার সম্পর্কে সচেতন হয় এবং টেকসই বিনিয়োগের পথ খুঁজে পায়।”
তিনি আরও জানান, তালিকাভুক্তির পূর্বে বিজিএমইএ কোম্পানিগুলোর জন্য প্রাথমিক সার্টিফিকেট বা অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করতে পারে। এই এনওসি কোম্পানিগুলোর আর্থিক ও কাঠামোগত স্বচ্ছতা যাচাইয়ে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, “আমাদের সদস্যদের জন্য আমরা সবসময় চেষ্টা করি সঠিক ব্যবসায়িক অংশীদার ও ক্রেতা চিহ্নিত করতে। এর ফলে কেউ সহজে আমাদের এক্সপ্লয়েট করতে পারে না। ভবিষ্যতে আমরা চাই, যেসব কোম্পানি সম্পূর্ণ ভার্টিকাল প্রসেসে কাজ করে, তারা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবসার উদাহরণ তৈরি করুক।”
অন্যদিকে, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “আমরা চাই দেশের শেয়ারবাজার শক্তিশালী হয়ে দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হিসেবে অর্থনীতিতে অবদান রাখুক। এজন্য কর্পোরেট গভর্নেন্স জোরদার, ব্যবস্থাপনা কাঠামো উন্নয়ন এবং রেগুলেটর ও অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর আমরা কাজ করছি।”
তিনি আরও জানান, ডিএসই এখন কেবল নিয়ন্ত্রণকারী নয়, বরং গ্রাহককেন্দ্রিক সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে কাজ করছে। বিজিএমইএকে তিনি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেন এবং যৌথ উদ্যোগে পুঁজিবাজারের সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমানও এই উদ্যোগে সমর্থন জানিয়ে বলেন, “ডিএসই ও বিজিএমইএ যৌথভাবে এমন একটি সেমিনার আয়োজন করতে পারে, যেখানে মূল বাজার, এসএমই বোর্ড ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির সুযোগ ও সুবিধা তুলে ধরা হবে। এতে পোশাক খাতের উদ্যোক্তারা পুঁজিবাজারে অংশগ্রহণে উৎসাহিত হবেন।”
উল্লেখ্য, এই বৈঠকে ডিএসইর পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান ও ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?