ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

পতন ঠেকাতে ৬ কোম্পানির দুর্দান্ত দাপট

২০২৫ অক্টোবর ১৬ ১৭:৩২:৪০

পতন ঠেকাতে ৬ কোম্পানির দুর্দান্ত দাপট

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহটি ছিল বিনিয়োগকারীদে জন্য প্রত্যাশা হারানোর সপ্তাহ। আগের সপ্তাহের ধারাবাহিক দরপতনে ধারণা করা হয়েছিল এই সপ্তাহ ঘুরে দাঁড়াবে। কিন্তু সপ্তাহের শুরুতেই বাজার চিত্রে হোঁচট খেয়েছে বিনিয়োগকারীরা। যদিও পরদিন কিছুটা উত্থানে ফিরলেও পরবর্তীত দুই দিন ধারাবাহিক দরপতনে লেনদেন হয়েছে। এরফলে বুধবার তিন মাসের আগের অবস্থানে ফিরে যায় শেয়ারবাজারের সূচক। কিন্তু আজ দিনশেষে সূচকের সামান্য উত্থান ঘটেছে, যার নেপথ্যে ছিল ৬ কোম্পানির দুর্দান্ত দাপট। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ পয়েন্টে। পতন থেকে সূচকের এই উত্থানের জন্য ৬ কোম্পানি যোগ করেছে প্রায় ৮ পয়েন্ট। কোম্পনি ৬টি হলো- ইস্টার্ন ব্যাংক, ওয়ালটন হাইটেক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া এবং কহিনুর কেমিক্যাল।

সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ইস্টার্ন ব্যাংক। ডিএসইর সূচকে আজ ব্যাংকটি প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ২.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকায়। আর শেয়ারটির দর ২২ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ৭৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ওয়ালটন হাইটেক। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে ১ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯০ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৮৬ টাকা থেকে ৩৮১ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। ডিএসইর সূচকে আজ ব্যাংকটি প্রায় ১ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৮ টাকা ১০ পয়সা থেকে ৬৮ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংক প্রায় ১ পয়েন্ট, ব্যাংক এশিয়া ১ পয়েন্ট এবং কোহিনুর কেমিক্যাল ১ পয়েন্টের বেশি যোগ করেছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত