ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

শাস্তির মুখে পড়ছে লংকাবাংলা ফাইন্যান্স

২০২৫ অক্টোবর ১৬ ১২:০৪:৫৯

শাস্তির মুখে পড়ছে লংকাবাংলা ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স ২০২৪ অর্থবছরের ব্যবসায়িক মুনাফা অর্জন করার পরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ায় সরকারের নতুন কর নীতির আওতায় অতিরিক্ত জরিমানা দিতে বাধ্য হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লংকাবাংলা ফাইন্যান্স ২০২৪ অর্থবছরের ২৭ কোটি ৪৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, তার এক টাকাও ডিভিডেন্ড হিসেবে ঘোষণা করেনি। বরং কোম্পানির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এই সম্পূর্ণ মুনাফাই সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) হিসেবে রেখে দেওয়া হবে।

২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে চালু হওয়া কড়াকড়ি অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি তাদের বার্ষিক নিট মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে, তবে সংরক্ষিত মুনাফায় স্থানান্তরিত বা কোম্পানিতে রেখে দেওয়া সম্পূর্ণ অর্থের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপিত হবে।

এই কঠোর নিয়মের ফলেই লংকাবাংলা ফাইন্যান্সকে অতিরিক্ত কর গুনতে হচ্ছে। ২৭ কোটি ৪৮ লাখ টাকার সম্পূর্ণ অংশ রিটেইনড আর্নিংস হিসেবে রাখার কারণে কোম্পানিটিকে আনুমানিক ২ কোটি ৭৫ লাখ টাকা অতিরিক্ত কর হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

কোম্পানিটির এই সিদ্ধান্তে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ডিভিডেন্ড না দেওয়ায় বিনিয়োগকারীরা তাদের প্রাপ্য আয় থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা যেখানে ৬৬.৪৫ শতাংশ, সেখানে ডিভিডেন্ড না দেওয়ার ঘটনা বাজারে কোম্পানিটির প্রতি আস্থা হ্রাস করতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যার নেতিবাচক প্রভাব কোম্পানিটির শেয়ার দরে ইতোমধ্যে পড়তে শুরু করেছে।

উল্লেখ্য, ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় লঙ্কাবাংলা ফাইন্যান্স। ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছরই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে। ২০১০ সালে কোম্পানিটি সর্বোচ্চ ৫৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বনিম্ন ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা সর্বনিম্ন ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ ২০২৪ সালে কোন ডিভিডেন্ড না দিয়ে কোম্পানিটি ২০ বছরের ঐতিহ্যের রেকর্ড ভেঙ্গেছে কোম্পানিটি।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত