ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

জনপ্রশাসনে বড় পরিবর্তন: চার জেলায় নতুন জেলা প্রশাসক

২০২৫ অক্টোবর ১৫ ১৯:৩১:৫৭

জনপ্রশাসনে বড় পরিবর্তন: চার জেলায় নতুন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। চট্টগ্রাম, চাপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনীতে এই রদবদল আনা হয়েছে বুধবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে পাঠানো হয়েছে চাপাইনবাবগঞ্জে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস হচ্ছেন মাদারীপুরের নতুন ডিসি, আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নিয়োগ দেওয়া হয়েছে ফেনীর ডিসি হিসেবে।

এদিকে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলির যে আদেশ ২১ সেপ্টেম্বর দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত