ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

চবি চাকসু ভোট শেষ,গণনায় চমক আসছে      

২০২৫ অক্টোবর ১৫ ১৬:৪৭:১০








চবি চাকসু ভোট শেষ,গণনায় চমক আসছে




 
 



 

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা।

এবারের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ব্যালট পেপারের মাধ্যমে, আর গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ফলাফল সরাসরি প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, বিচ্ছিন্ন কিছু অভিযোগ যেমন হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া ছাড়া নির্বাচন সামগ্রিকভাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোট দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যানুসারে, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবারের নির্বাচনে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৪১৫ জন, আর হল ও হল সংসদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত