ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

চাকসু ভোটে কালি ও ব্যালট বিতর্কে মুখ খুলল কমিশন

২০২৫ অক্টোবর ১৫ ১৫:৫০:৫৪

চাকসু ভোটে কালি ও ব্যালট বিতর্কে মুখ খুলল কমিশন

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি সহজেই মুছে যাওয়া এবং স্বাক্ষরবিহীন ব্যালটে ভোট নেওয়ার ঘটনা নিয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য প্যানেলের প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন। তিনি জানান, “জাতীয় নির্বাচনে ব্যবহৃত কালি জার্মানি থেকে আমদানি করা হয় এবং ব্যবহারের পর তা ধ্বংস করে দেওয়া হয়। আমরা সেই কালি সংগ্রহে ব্যর্থ হয়েছি, তবে নিয়ম রক্ষার জন্য বিকল্প কালি ব্যবহার করা হয়েছে। আসলে ভোটার যাচাই করা হচ্ছে ছবি, আইডি নম্বর ও ভোটার তালিকার মাধ্যমে, তাই অন্য কেউ কারও হয়ে ভোট দিতে পারবে না।”

স্বাক্ষরবিহীন ব্যালটের বিষয়ে তিনি বলেন, “রিটার্নিং অফিসার জানিয়েছেন, ভোটের শুরুর দিকে একজন কর্মকর্তা ভুলবশত ১২টি ব্যালট স্বাক্ষর ছাড়াই দিয়েছেন। এ নিয়ে আমরা একটি রেজুলেশন করছি, যেখানে দায়িত্বরত সবাই স্বাক্ষর করবেন, যেন পরে ব্যালট বাক্স খোলার সময় বিষয়টি স্পষ্ট হয়।”

তবে অভিযোগ তুলেছেন প্রার্থীরাও। ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “ভোটারদের আঙুলে দেওয়া কালি কিছুক্ষণের মধ্যেই মুছে যাচ্ছে। এতে পুনরায় ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। আমি নিজেও ভোট দিয়েছি, আমার আঙুলের কালি মুছে গেছে। আমরা লিখিত অভিযোগ জানাব।”

একই অভিযোগ করেছেন শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, এমন কালি ব্যবহার করা হবে যা কয়েক দিনেও মুছে যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কয়েক মিনিটের মধ্যেই কালি উঠে যাচ্ছে—এটি উদ্বেগজনক।”

এদিকে স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান রনি অভিযোগ করেন, “আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫–২০টি ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। আমাদের এজেন্টরা জানিয়েছে, কমিশন পরে এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

অন্যদিকে, নির্বাচন কমিশনার দাবি করেছেন—এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবেই চলছে এবং কোনো লিখিত অভিযোগ তারা পাননি।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত