ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কোম্পানির ১৮ লাখ শেয়ার: ডিরেক্টর টু ডিরেক্টর ডিল!

২০২৫ অক্টোবর ১৫ ১৩:১৬:২৩

কোম্পানির ১৮ লাখ শেয়ার: ডিরেক্টর টু ডিরেক্টর ডিল!

হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড -এর একটি বড় ব্লক লেনদেনের ঘোষণা এসেছে। কোম্পানিটির কর্পোরেট স্পন্সর অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড তাদের হাতে থাকা ১৭ লক্ষ ৯০ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। ঠিক একই সংখ্যক শেয়ার অর্থাৎ ১৭ লক্ষ ৯০ হাজার শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানির এক পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী। এই লেনদেনটি বর্তমান বাজার দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে সম্পন্ন হবে।

সাধারণত ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ারের লেনদেন বাজারের মনোযোগ আকর্ষণ করে। এক্ষেত্রে শেয়ারের মালিকানা কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের মধ্যেই হাতবদল হচ্ছে।

বিক্রেতা (কর্পোরেট স্পন্সর)

অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড তাদের মোট ধারণ করা ৭১,৯৯,৪২১টি শেয়ারের মধ্য থেকে ১৭,৯০,০০০টি শেয়ার বিক্রি করছে। কর্পোরেট স্পন্সরের শেয়ার বিক্রি কিছুটা নেতিবাচক মনে হতে পারে, তবে এটি ব্লক মার্কেটে হওয়ায় এবং অন্য একজন পরিচালকের পক্ষ থেকে কেনার আগ্রহ থাকায় বাজারে বড় ধরনের কোনো প্রভাবের আশঙ্কা কম।

ক্রেতা (পরিচালক)

কোম্পানির পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী এই বিপুল সংখ্যক শেয়ার কিনতে আগ্রহী। কোনো পরিচালকের পক্ষ থেকে নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা বাজারে একটি ইতিবাচক সংকেত দেয়। এটি কোম্পানির ভবিষ্যতের প্রতি পরিচালকদের আস্থা বৃদ্ধি নির্দেশ করে।

ডিএসই-এর তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ লেনদেনটি আগামী ৩০ অক্টোবর, ২০২৫-এর মধ্যে সম্পন্ন হবে। উদ্যোক্তা ও পরিচালকদের মধ্যে সরাসরি এই বিপুল শেয়ারের হাতবদল শেয়ারবাজারে এমটিবি-এর শেয়ারের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, এমটিবি একটি ভালো মানের ব্যাংক। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি গত ৫ বছরই শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ হারে ডিভিডেন্ড দিয়েছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত