ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মানবিক সংকটের মাঝে সীমান্ত খুলল ইসরায়েল

২০২৫ অক্টোবর ১৫ ১১:১৮:৩৩

মানবিক সংকটের মাঝে সীমান্ত খুলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল গাজা-মিসর সীমান্ত পুনরায় খুলেছে, মানবিক সহায়তা স্বাভাবিকভাবে চলবে। পূর্বে দেশটি রাফাহ সীমান্ত বন্ধ রাখার পরিকল্পনা করেছিল এবং গাজার প্রতি সহায়তা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে হামাস গত রাতে আরও চার জিম্মির মরদেহ ফেরত দেয়ার পর শেষ মুহূর্তে এসব পরিকল্পনা বাতিল করা হয়েছে।

ফেরত পাওয়া মরদেহগুলো বর্তমানে ফরেনসিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যেখানে শনাক্তকরণ প্রক্রিয়ায় দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। হামাস এখনও চারজন মরদেহের পরিচয় প্রকাশ করেনি।

মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক সূত্র জানিয়েছে, আজকের মধ্যেই হামাস আরও চার জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে হস্তান্তর করার পরিকল্পনা করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত