ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ইতিহাস গড়ার পথে ব্রাজিলের বিদেশি কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক: বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জেতা এখনো কোনো দলের কাছে সম্ভব হয়নি। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, সবসময়ই ‘প্রথমবারের মতো’ করার সুযোগ আসে এবং তিনি নিজেকে প্রস্তুত রেখেছেন এই গৌরব অর্জনের জন্য।
গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে ইতিহাস গড়েন। তিনি ইতিমধ্যেই পাঁচবারের চ্যাম্পিয়নদের ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সহায়তা করেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতেছে সেলেসাওরা। আজ (মঙ্গলবার) তারা টোকিওতে জাপানের মুখোমুখি হবে। আনচেলত্তি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য ও নিজের অভিজ্ঞতার মাধ্যমে ইতিহাস গড়াই তার লক্ষ্য।
তিনি বলেন, “ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেওয়া আমার মূল লক্ষ্য। আমাদের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা আছে, তবে দলগতভাবে মিলিত প্রচেষ্টায় খেলার গুরুত্ব অনেক বেশি। সঠিক টিমওয়ার্কের মাধ্যমে আমরা বিশ্বকাপ জয়ের পথে এগোতে পারি।”
এদিকে ৩৩ বছর বয়সী নেইমার এই সফরে অনুপস্থিত। ঊরুর ইনজুরির কারণে তিনি নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। আনচেলত্তি বলেন, “নেইমার যদি ফিট থাকে, তবে কোনো সন্দেহ ছাড়াই জাতীয় দলে খেলতে পারবে। বিশ্বের যেকোনো দলে তার খেলার যোগ্যতা অপরিসীম।”
দলের রক্ষণভাগে আগে সমালোচনা থাকলেও আনচেলত্তির অধীনে ব্রাজিল পাঁচ ম্যাচের চারটিতেই গোল হজম করেনি। নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস বলেন, “আনচেলত্তি দলের প্রতিরোধ কৌশল দারুণভাবে জানে। বিশ্বকাপের ইতিহাসও বলে যে ভালো প্রতিরোধ করা দলই শেষ পর্যন্ত শিরোপা জেতে।”
এশিয়ান বাছাইপর্বে জাপান প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি চিন্তার বিষয়। কোচ হাজিমে মোরিইয়াসু বলেন, “ব্রাজিলকে হারালে আমাদের দলের আত্মবিশ্বাস বাড়বে। আমরা দলগতভাবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি