ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় ‘বিদায়’ পোস্টে উদ্বিগ্ন ভক্তরা

২০২৫ অক্টোবর ১৩ ০২:০৩:৫১

চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় ‘বিদায়’ পোস্টে উদ্বিগ্ন ভক্তরা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একটি রহস্যময় পোস্ট দিয়ে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন করে তুলেছেন। সাধারণত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও তিনি নিয়মিত কথা বলেন না।

রবিবার (১২ অক্টোবর) রাত ৮টায় বাপ্পারাজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের একটি কালো চশমা পরিহিত বিমর্ষ ছবি পোস্ট করেন। ছবিতে তাকে চিন্তিত ভঙ্গিতে দূরে তাকিয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি শুধুমাত্র 'বিদায়' শব্দটি লিখেছেন।

এই ক্যাপশনটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের চোখ এড়ায়নি। তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন এবং উদ্বেগের সাথে তার এমন ক্যাপশনের কারণ জানতে চান। একজন মন্তব্য করেছেন, "কী হয়েছে আপনার?" আরেকজন লিখেছেন, "ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের 'ট্রাজেডি কিং' এবং নায়করাজের বড় ছেলে। তাই বিদায় ক্যাপশন লেখা যতটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেয়াটা ঠিক ততটাই কঠিন।"

বাপ্পারাজ অবশ্য এসব মন্তব্যের কোনো পাল্টা জবাব দেননি, যা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। প্রিয় নায়কের এমন হঠাৎ পোস্ট স্বাভাবিকভাবেই সবাইকে ভাবিয়ে তুলেছে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাপ্পারাজের চলচ্চিত্রে অভিষেক হয়। ত্রিভুজপ্রেমের গল্পে অভিনয় করে তিনি 'ব্যর্থ প্রেমিক' এবং 'ট্র্যাজেডি হিরো' হিসেবে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’ ও ‘পাগলীর প্রেম’।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত