ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

শাকসু নির্বাচন নিয়ে ধোঁয়াশা, শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে

২০২৫ অক্টোবর ১৩ ০০:৪৭:২৪

শাকসু নির্বাচন নিয়ে ধোঁয়াশা, শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের ঘোষণা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলেও, এখনো নির্বাচন কমিশন গঠন করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে শাকসু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী শিক্ষকদের সঙ্গে অনলাইনে একটি মতবিনিময় সভা করেন। সভায় উপাচার্য শাকসু আয়োজনে শিক্ষকদের সহযোগিতা কামনা করলে, কয়েকজন শিক্ষক বিভিন্ন প্রশ্ন করে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। জানা গেছে, বৈঠকের উদ্দেশ্য সফল হয়নি।

এই ঘটনার পর নির্বাচন কমিশন গঠনে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন গঠন করে হস্তান্তর করার কথা থাকলেও, এখন পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায়নি।

শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম বলেন, "বিএনপিপন্থি শিক্ষকদের বিরোধিতায় আজ শাকসু নির্বাচন কমিশন গঠন হয়নি। আমরা দাবি জানাচ্ছি, এই সপ্তাহেই রোডম্যাপ ও কমিশন গঠন করতে হবে, অন্যথায় আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায় করব।" সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, "শিক্ষকদের একটি অংশ নির্বাচনে সহযোগিতা করতে অনিচ্ছুক, যা শিক্ষার্থীরা মেনে নেবে না। শাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার।"

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম জানিয়েছেন, শাকসুর বিষয়ে কাজ অনেকদূর এগিয়ে গেছে, স্থগিত হয়নি এবং আলোচনা চলমান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত