ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

২০২৫ অক্টোবর ১২ ১৬:১৫:২৫

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

ডুয়া ডেস্ক: লিবিয়ার উপকূল থেকে দু’দিনে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ও শুক্রবার উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই সুদানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। শুক্রবার রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে মেল্লিতাহ থেকে ৩ জন ও জুওয়ারা থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন শনিবার জুওয়ারা, আবু কাম্মাশ ও মেল্লিথার সাগরতীর থেকে আরও ৪৬ জনের দেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংস্থার বিবৃতি অনুযায়ী, উদ্ধার মৃতদেহের মধ্যে কিছু কবর দেওয়া হয়েছে, বাকি মরদেহগুলো মর্গে রাখা হয়েছে অটোপসির জন্য। ধারণা করা হচ্ছে, নিহতরা সেপ্টেম্বরের মাঝামাঝিতে ত্রিপোলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি ইঞ্জিনচালিত নৌকায় ছিলেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর আগুনে ভস্মীভূত হয় এবং এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

লিবিয়া সমুদ্রপথে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য পরিচিত ও জনপ্রিয় একটি রুট। মানবপাচারকারীরা নথিহীন অভিবাসনপ্রত্যাশীদের এই পথে পাঠিয়ে থাকেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, লিবিয়ার ১০০টি শহরে ৪৫টি দেশের প্রায় ৮ লাখ ৯৪ হাজার অভিবাসনপ্রত্যাশী বসবাস করছেন। অধিকাংশ অভিবাসনপ্রত্যাশীর লক্ষ্য একটাই— সমুদ্রপথে ইউরোপে পৌঁছানো।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত