ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
ডুয়া ডেস্ক: লিবিয়ার উপকূল থেকে দু’দিনে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ও শুক্রবার উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই সুদানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। শুক্রবার রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে মেল্লিতাহ থেকে ৩ জন ও জুওয়ারা থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন শনিবার জুওয়ারা, আবু কাম্মাশ ও মেল্লিথার সাগরতীর থেকে আরও ৪৬ জনের দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংস্থার বিবৃতি অনুযায়ী, উদ্ধার মৃতদেহের মধ্যে কিছু কবর দেওয়া হয়েছে, বাকি মরদেহগুলো মর্গে রাখা হয়েছে অটোপসির জন্য। ধারণা করা হচ্ছে, নিহতরা সেপ্টেম্বরের মাঝামাঝিতে ত্রিপোলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি ইঞ্জিনচালিত নৌকায় ছিলেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর আগুনে ভস্মীভূত হয় এবং এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
লিবিয়া সমুদ্রপথে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য পরিচিত ও জনপ্রিয় একটি রুট। মানবপাচারকারীরা নথিহীন অভিবাসনপ্রত্যাশীদের এই পথে পাঠিয়ে থাকেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, লিবিয়ার ১০০টি শহরে ৪৫টি দেশের প্রায় ৮ লাখ ৯৪ হাজার অভিবাসনপ্রত্যাশী বসবাস করছেন। অধিকাংশ অভিবাসনপ্রত্যাশীর লক্ষ্য একটাই— সমুদ্রপথে ইউরোপে পৌঁছানো।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস