ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় রাশিয়ায় হামলা করছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের যৌথ কৌশলের মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে সফল হামলা চালানো হয়েছে, যার মূল উদ্দেশ্য রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করা। এই হামলায় মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে ইউক্রেনের হামলা কার্যকর হয়েছে, এমনই দাবি করেছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভকে লক্ষ্যবস্তু নির্বাচন, হামলার কৌশল এবং সময় নির্ধারণে সহায়তা করেছে ওয়াশিংটন। এতে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারসহ অন্যান্য জ্বালানি অবকাঠামোও হামলার আওতায় এসেছে। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা তথ্য দিয়েছেন।
রাশিয়ার পক্ষ থেকে হোয়াইট হাউজ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ে সত্যতা যাচাই করা হলেও, কেউই মন্তব্য করতে রাজি হননি। মস্কো অবশ্য একাধিকবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো নিয়মিত ইউক্রেনকে গোয়েন্দা তথ্য প্রদান করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো সম্পূর্ণ অবকাঠামো ব্যবহার করে ইউক্রেনের কাছে তথ্য পৌঁছে দিচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, হামলার গতিপথ, উচ্চতা, সময় ও কৌশল নির্ধারণে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। ফলে ইউক্রেনের একমুখী ড্রোনগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। এ অভিযান পরিকল্পনার প্রতিটি ধাপে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে অংশ নিচ্ছে।
এদিকে চলতি মাসের শুরুতে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য গোয়েন্দা তথ্যের সঙ্গে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ও হোয়াইট হাউজ বিবেচনা করছে। এছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার সম্ভাবনা এবং নতুন চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত