ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

পরিবহন ধর্মঘটে স্থবির মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

২০২৫ অক্টোবর ১২ ১৩:৪৩:০১

পরিবহন ধর্মঘটে স্থবির মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে পরিবহন শ্রমিক ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে স্থবির হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। হঠাৎ করে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। কেউ অফিসে যেতে পারছেন না, কেউবা চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে আটকা পড়েছেন মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায়।

রোববার (১২ অক্টোবর) সকাল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই শ্রমিক নেতাদের নির্দেশে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় ঢাকা-ময়মনসিংহ রোডের বাস চলাচল। সকাল থেকেই মাসকান্দা বাসস্ট্যান্ডে অন্তত ৩০০টিরও বেশি ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

শ্রমিকরা জানান, এক সহকর্মী শ্রমিককে ‘যুদ্ধাহত বীরের’ প্রতি অসম্মান দেখানোর অভিযোগে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই তারা এই কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের দাবি, ওই ঘটনায় দায়ী অরুণ নামের শ্রমিকের মুক্তি ও ১৬টি বাসের ওপর জব্দাদেশ প্রত্যাহার করতে হবে।

অন্যদিকে, যাত্রীরা বলছেন, এই অঘোষিত ধর্মঘট তাদের জীবনে চরম দুর্ভোগ বয়ে এনেছে। ঢাকাগামী যাত্রী আবু ক্ষোভ প্রকাশ করে বলেন, “গতকাল থেকেই ঢাকা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না। হুটহাট করে এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তত বাসস্ট্যান্ড রাজনীতি মুক্ত হওয়া দরকার।”

ইউনাইটেড পরিবহনের সহকারী সোহেল রানা বলেন, “বাস বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়। তবে এবার বন্ধের কারণ যৌক্তিক। একটি ঘটনায় আমাদের সহকর্মীকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে আছি।”

হেনস্তার শিকার জুলাই যোদ্ধা আবু রায়হান জানান, ‘প্রশাসন ও শ্রমিক নেতারা আমাদের দাবি মেনে নেওয়ায় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে আমরা গতকাল কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা চাই, মাসকান্দা বাসস্ট্যান্ডে ফ্যাসিস্টের কোনো স্মৃতি চিহ্ন না থাকুক। তবে দাবি মেনে নেওয়ার পরও শুনেছি ইউনাইটেড ও সৌখিন পরিবহনের কোনো বাস ছাড়ছে না। যাত্রী দুর্ভোগ চললে আবারও আন্দোলনে নামব।’

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বিষয়টি বড় করছে। তারা অনৈতিক সুবিধা নিতে প্রায়ই এমন ঝামেলা সৃষ্টি করে। গতকাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে ১৬টি বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এতে বাস চলাচল শুরুর কথা থাকলেও ঢাকার নেতৃবৃন্দ তা মানতে নারাজ। ফলে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের চলাচল বন্ধ থাকে। আজ সকাল থেকে বিভাগের চার জেলা ও ঢাকাগামী কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিক অরুণের মুক্তি।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত