ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

গাজায় মার্কিন সেনা মোতায়েন হবে না: যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার

২০২৫ অক্টোবর ১২ ০৮:৫০:২৫

গাজায় মার্কিন সেনা মোতায়েন হবে না: যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সম্প্রতি গাজা সফর করে ফেরার পর জানিয়েছেন, তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, অ্যাডমিরাল কুপার গাজায় অবস্থানকালে সেন্টকমের নেতৃত্বে একটি ‘সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা করেছেন, যা গাজায় সংঘাত-পরবর্তী পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

তিনি আরও স্পষ্টভাবে জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত