ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
এবারও বিনিয়োগকারীদের হতাশ করল ডেসকো

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়াত্ব কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) শেয়ারহোল্ডারদের জন্য হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
কোম্পানি সূত্রে জানা গেছে, বছরজুড়ে আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। ফলে চলতি বছরের আর্থিক প্রতিবেদনে শেয়ারহোল্ডারদের মুনাফা দেওয়ার মতো সক্ষমতা কোম্পানির আর নেই।
আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আলোচিত বছরে ডেসকো প্রতি শেয়ারে ৩ টাকা ১৫ পয়সা লোকসান করেছে। এর আগের বছর এই লোকসান ছিল আরও বেশি— ১২ টাকা ৭২ পয়সা। অর্থাৎ লোকসানের পরিমাণ কিছুটা কমলেও প্রতিষ্ঠানটি এখনো ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি।
অন্যদিকে, কোম্পানিটির প্রতি শেয়ারে নগদ প্রবাহ (সিএফও) কিছুটা উন্নতি হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ার ক্যাশ ফ্লো হয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।
৩১ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা। এটি নির্দেশ করে যে কোম্পানিটির সম্পদমূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও আয়ের ঘাটতি কাটিয়ে ওঠা এখন বড় চ্যালেঞ্জ।
কোম্পানিটি জানিয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য ২০ নভেম্বর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডেটনির্ধারণ করা হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০৬ সালে ডেসকো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এরপর ২০০৮ সাল থেকে প্রতিবছরই শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে রেকর্ড পতনের বছরেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তবে ২০২৪ সালে লোকসান কিছুটা কমলেও কোন ডিভিডেন্ড দেয়নি। আর এবছর লোকসান অনেক কমে গেছে। তারপরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের হতাশ করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা