ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

শাপলা প্রতীক চায় আরও একটি দল

২০২৫ অক্টোবর ১১ ২০:৫৯:০৬

শাপলা প্রতীক চায় আরও একটি দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন শাপলা প্রতীক পাওয়ার জন্য লড়াই করছে ঠিক এমন মূহুর্তে ফের আরও একটি দল শাপলা প্রতীকের দাবি জানাচ্ছে নির্বাচন কমিশনে। সূত্র বলছে আরেক নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসও শাপলা প্রতীকের জন্য আবেদন করতে যাচ্ছে ইসিতে।

আজ শনিবার বাংলাদেশ কংগ্রেস সূত্রে জানা যায়, দলটি ডাব প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ চায়। কারণ হিসেবে দলটি বলছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তার রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে।দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, দলীয় লোগো-সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে।

পরবর্তীতে ২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত।

সুপ্রিম কোর্টের নির্দেশনার পর দলটির নিবন্ধন দেওয়া হলে, কংগ্রেস ‘বই’ প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় অবশেষে দলটিকে ‘ডাব’ প্রতীক নিতে হয়।

শিগগিরই প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন দিতে যাচ্ছে বাংলাদেশ কংগ্রেস। দলটির সূত্রে পাওয়া সেই আবেদনে বলা হয়েছে, 'সম্প্রতি কোন কোন রাজনৈতিক দল থেকে ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হচ্ছে। সে প্রেক্ষিতে গেজেট বহির্ভূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক ‘শাপলা’কে যদি দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেয়া হয়, সেক্ষেত্রে প্রথম দাবীদার বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে।

'সুতরাং দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ করলে বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার প্রদান পূর্বক ‘ডাব’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের আবেদন জানাচ্ছি।'

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত