ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
কন্যাশিশুর ক্ষমতায়নে নতুন প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বাধা নয়, প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব বলে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
প্রতিবছর ১১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্যাপিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস—একটি দিন, যা কন্যাশিশুদের অধিকার, স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বের প্রতীক হিসেবে গুরুত্ব পায়। জাতিসংঘ ঘোষিত ২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য— ‘দ্য গার্ল আই এম, দ্য চেঞ্জ আই লিড: গার্ল অন দ্য ফ্রন্টলাইন অব ক্রাইসিস’— অর্থাৎ সংকটের সময় পরিবর্তনের নেতৃত্বে মেয়েরা।
এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ফেসবুক পেজে এক বার্তায় বলেছেন, “এই দিনে আসুন, আমরা প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার উদযাপন করি।” তিনি যোগ করেন, একজন কন্যার বাবা হিসেবে আমি জানি, মেয়েদের ক্ষমতায়ন কেবল নীতির বিষয় নয়—এটি প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি মেয়ে সমান স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা ভোগ করবে—যেমনটি সব পিতা-মাতা তাদের সন্তানের জন্য চান।
তারেক রহমান বলেন, বিএনপি সরকারের রয়েছে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এক ঐতিহ্য। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পোশাক খাত শুধু শিল্পই ছিল না—এটি হয়ে উঠেছিল আশার প্রতীক। লাখো নারী কর্মক্ষেত্রে যুক্ত হয়ে আয়, মর্যাদা ও স্বাধীনতা অর্জন করেছিলেন।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, জিয়াউর রহমান নারীর উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের শিক্ষা বিশেষ সুবিধা নয়, বরং অধিকার হিসেবে প্রতিষ্ঠা করেন। দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ঘোষণা ও ‘খাদ্য বা টাকার বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি লাখো মেয়েকে স্কুলে ফিরিয়ে এনেছিল, পরিবার ও সমাজে পরিবর্তনের ঢেউ তুলেছিল।
তারেক রহমান বলেন, খালেদা জিয়ার যুগান্তকারী প্রকল্প ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’ মাধ্যমিক শিক্ষায় নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করেছিল এবং বাল্যবিবাহের হার নাটকীয়ভাবে কমিয়ে এনেছিল। এই উদ্যোগ কন্যাশিক্ষা ও নারীর ক্ষমতায়নের এক আন্তর্জাতিক মডেলে পরিণত হয়, যা বহু উন্নয়নশীল দেশে অনুসরণ করা হয়েছে।
তিনি মন্তব্য করেন, এই উদ্যোগগুলো প্রমাণ করে—যখন রাষ্ট্র মেয়েদের মর্যাদাকে সম্মান করে এবং তাদের ভবিষ্যতে বিনিয়োগ করে, তখন জাতির ভবিষ্যৎও বদলে যায়। সরকার যদি মেয়েদের পাশে দাঁড়ায়, তারা কেবল নিজেদের নয়, পুরো সমাজের পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।
বিএনপির ভবিষ্যৎ নীতিমালা সম্মান এবং বিনিয়োগ অব্যাহত রেখেছে, যার মাধ্যমে :
১. নারী পরিবারের প্রধানদের নামে ‘পরিবার কার্ড’- প্রতিটি পরিবারের প্রধানকে সরাসরি সাহায্য এবং সহায়তা পৌঁছানো নিশ্চিত করা।
২. নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, ব্যাবসায়িক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা- কারণ অর্থনৈতিক স্বনির্ভরতা কোনো আপসের বিষয় নয়।
৩. মেয়েদের জন্য শক্তিশালী শিক্ষাগত এবং বৃত্তিমূলক সুযোগ— যাতে প্রতিটি মেয়ে, গ্রামে হোক বা শহরে, দক্ষতা অর্জন করতে পারে এবং ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
৪. নারীরা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে- রাজনীতি, শাসন ও নীতিনির্ধারণে অংশগ্রহণ বৃদ্ধি। একটি নিরাপদ জাতি এ থেকে কম আশা করতে পারে না।
৫. মর্যাদা এবং স্বাধীনতার সুরক্ষা - মেয়েদের চলাফেরা, কথা বলতে, ইন্টারনেট অ্যাক্সেস করতে, ভয় ছাড়াই বাঁচতে সক্ষম করা।
৬. পরিবার ও সামাজিক কল্যাণকে মূলনীতি হিসেবে-স্বাস্থ্য, গ্রামীণ ক্ষমতায়ন, সবার জন্য কর্মসংস্থান, বিশেষভাবে নারী ও কন্যাশিশুর ওপর কেন্দ্রিত।
আমরা কেবল কথার ফুলঝুড়ি ছড়াই না; আমাদের প্রতিটি অঙ্গীকার আসে বিশ্বাস, অভিজ্ঞতা ও সুস্পষ্ট লক্ষ্য থেকে। প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন বাস্তবায়নের যাত্রায় আমরা রাষ্ট্রকে তার সহযাত্রী করতে চাই, অন্তরায় নয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি