ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

শান্তির নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া

২০২৫ অক্টোবর ১০ ২২:৪১:৪৫

শান্তির নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার অর্জিত পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি শান্তির জন্য মারিয়াকে ২০২৫ সালের নোবেল পুরস্কারে ভূষিত করে। পুরস্কার ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই উৎসর্গের ঘোষণা দেন।

মারিয়া লিখেছেন, “এই নোবেল পুরস্কার ভেনেজুয়েলার প্রতিটি সংগ্রামী নাগরিকের স্বীকৃতি। এটি আমাদের স্বাধীনতা অর্জনের পথকে আরও শক্তিশালী করবে।” তিনি আরও বলেন, “আমরা এখন বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে। স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে আমাদের সবচেয়ে বড় সহযোগী প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকা এবং বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্র।”

নিজের বার্তার শেষাংশে নোবেলজয়ী এই নেত্রী বলেন, “আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার নিপীড়িত জনগণকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি আমাদের স্বাধীনতার পথে পাশে থেকেছেন।”

অন্যদিকে, মাচাদো নোবেল পাওয়ার পর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ এক বিবৃতিতে নোবেল কমিটির সমালোচনা করেছে। তাদের ভাষ্য, শান্তির বদলে রাজনীতি প্রাধান্য পেয়েছে এবারের পুরস্কার নির্বাচনে।

বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি, যুদ্ধবিরতি ও মানবজীবন রক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এক অনন্য নেতা, যার ইচ্ছাশক্তি পাহাড়ও নড়াতে পারে। নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির পরিবর্তে রাজনীতির পুরস্কার দিয়েছে।”

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত