ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

২৬ বছরের পর ইকবাল সেন্টার ছাড়ছে প্রিমিয়ার ব্যাংক

২০২৫ অক্টোবর ১০ ২১:১৭:৩১

২৬ বছরের পর ইকবাল সেন্টার ছাড়ছে প্রিমিয়ার ব্যাংক

হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক তার প্রধান কার্যালয় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত ইকবাল সেন্টার থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ রয়েছে, ভবনের মালিক এইচ বি এম ইকবাল ব্যাংককে বাজারমূল্যের চেয়ে বেশি ভাড়া নিচ্ছিলেন, যা ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকেই চলছিল।

ব্যাংকের প্রতিষ্ঠার ২৬ বছর পর্যন্ত এইচ বি এম ইকবাল চেয়ারম্যান ছিলেন। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন। এরপর বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠন করে। পুনর্গঠিত পর্ষদ এখন ইকবাল সেন্টার ছাড়ার সঙ্গে গুলশান ও বারিধারা শাখা স্থানান্তরের প্রস্তুতিও নিচ্ছে। নতুন ব্যবস্থা চালু হলে ব্যাংকের ভবন ভাড়া খরচ অর্ধেকে নেমে আসবে। প্রধান কার্যালয় ও দুটি শাখার জন্য ইতিমধ্যেই ভবনের আগ্রহপত্র আহ্বান করা হয়েছে।

নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকের সব ঋণ ও লেনদেন খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছে একটি বহুজাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এইচ বি এম ইকবালের একাধিক বেনামি ঋণ আছে, যা দুবাই ও মালয়েশিয়ায় পাচারের অভিযোগে জড়িত।

প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে খোলা হয় ১৯৯৯ সালে। ২২ তলা ভবনের সিংহভাগে ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। ইকবালের অন্যান্য প্রতিষ্ঠানের অফিসও এখানে রয়েছে। প্রতি তিন বছর পরপর ভাড়া বাড়ানো হয়। ব্যাংক প্রতি বর্গফুট ৫০৬ টাকা ভাড়া দিত। ১ লাখ ২০ হাজার বর্গফুটের জন্য মাসিক খরচ ছিল ৬ কোটি টাকার বেশি।

গুলশান শাখা ইকবালের মালিকানাধীন রেনেসাঁ হোটেলে ১০ হাজার ২০০ বর্গফুট জায়গার জন্য প্রতি বর্গফুট ভাড়া ১ হাজার ১৪৫ টাকা। বারিধারা শাখা মুনিরা হারুনের মালিকানাধীন ভবনে ৫ হাজার বর্গফুট জায়গার জন্য ভাড়া ২৩৭ টাকা। সূত্র জানায়, এইচ বি এম ইকবাল ব্যাংক থেকে অগ্রিম প্রায় ৩০০ কোটি টাকা ভাড়া বাবদ নিয়েছেন।

সম্প্রতি ব্যাংক প্রধান কার্যালয় ও শাখার জন্য ভবন খোঁজার বিজ্ঞপ্তি দিয়েছে। গুলশান, বনানী, বারিধারা ও তেজগাঁও এলাকায় ৯০ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার বর্গফুট জায়গার প্রস্তাব আহ্বান করা হয়েছে। প্রধান কার্যালয়ের জন্য ৬–১০ তলা, শাখার জন্য নিচতলা থেকে দ্বিতীয় তলার জায়গা চাওয়া হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ অক্টোবর।

সূত্র জানায়, তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা হোল্ডিংসের নির্মাণাধীন পিনাকেল টাওয়ারে প্রধান কার্যালয় স্থানান্তর করা হতে পারে। ৪০ তলা ভবনের প্রতি বর্গফুট ভাড়া হবে ১৬০ টাকা। এতে খরচ অর্ধেক কমে যাবে। জুনের মধ্যে স্থানান্তর করা হবে। বারিধারা শাখা প্রগতি সরণির একটি ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতি বর্গফুট ভাড়া ৬৫ টাকা। সরকারি পরিবর্তনের পর ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল দেশ ছেড়েছেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত