ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সিঁদুর বিতর্কে ব্যাখ্যা দিলেন জুবিনের স্ত্রী

২০২৫ অক্টোবর ১০ ১৮:১০:৪৬

সিঁদুর বিতর্কে ব্যাখ্যা দিলেন জুবিনের স্ত্রী

বিনোদন ডেস্ক: প্রেমের প্রথম দিন থেকে শেষযাত্রা পর্যন্ত আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের পাশে ছিলেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া। সম্প্রতি জুবিনের আকস্মিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিওতে গরিমার সিঁথিতে সিঁদুর দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষের শিকার করছেন।

এবার গরিমা নিজেই সিঁদুর বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমার সিঁদুর পরা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো মন্তব্য করব না। কিন্তু পরে মনে হল, সবাইকে বিষয়টা বোঝানো দরকার। জুবিনের মৃত্যুর পর আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি—সারাজীবন আমি সিঁদুর পরে থাকব। আমার মন বলছে, ফের জুবিনের সঙ্গে আমার দেখা হবে। পরের জন্মে আমি শুধুই জুবিনকেই চাই। তাই এই সিঁদুর।

গরিমা পেশায় ফ্যাশন ডিজাইনার এবং আসামের গোঘাটের মেয়ে। জানা যায়, জুবিন প্রথমে গরিমাকে তাঁর গানের প্রশংসায় চিঠি পাঠিয়ে সম্পর্কের সূত্রপাত করেন। পরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গার্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করার সময় আকস্মিকভাবে মারা যান।

জুবিনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ম্যানেজার, সংগীত দলের ড্রামার ও আয়োজককে আসাম পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া তদন্তে সহায়তার জন্য গায়কের ব্যান্ড সদস্য অমৃতপ্রভাকেও গ্রেফতার করা হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত