ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ফেরার প্রতিশ্রুতি নয়, মৃত্যুবার্তা দিয়েছিলেন নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭) রাশিয়ায় ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে অংশগ্রহণের সময় প্রাণ হারিয়েছেন। দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর ৮ অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর পরিবারকে জানায়। নজরুল ইসলাম সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে, চার কন্যার জনক। বড় মেয়ে সম্প্রতি এইচএসসি শেষ করেছে, মেজো পঞ্চম শ্রেণিতে, এবং ছোট দুই কন্যার বয়স যথাক্রমে ছয় ও পাঁচ বছর।
নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন এবং ২০২০ সালে অবসরে যান। ২০১৩ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো গিয়েছিলেন। অবসরের পর রাজবাড়ীতে মুদি ব্যবসা শুরু করেন, কিন্তু বড় লোকসানের কারণে আর্থিক সংকটে পড়েন। এরপর স্থানীয় দালাল ফরিদ হোসেনের প্রলোভনে তিনি রাশিয়ার নিরাপত্তা প্রহরীর চাকরিতে চলে যান। স্ত্রী আইরিন আক্তার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে নজরুল তাকে বোঝান যে বিদেশে ভালো বেতন পাওয়া যাবে।
রাশিয়ায় পৌঁছানোর পর এক মাসের সামরিক প্রশিক্ষণ শেষে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ৩০ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ ছিল। সেই দিন শেষবার ফোন করে জানায় যে আর টাকা পাঠানো হলো না এবং যদি পরবর্তীতে ফোন বন্ধ থাকে, তবে ধরে নিন সে বেঁচে নেই। এরপর থেকে পরিবারের কোনো খোঁজ মেলেনি।
দীর্ঘ সাত মাসের পর অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৃত্যুর খবর জানানো হয়। নিহত নজরুলের স্ত্রী আইরিন আক্তার বলছেন, “চার কন্যার নিয়ে এখন কিভাবে বাঁচব, সরকার যেন অন্তত লাশ ফিরিয়ে দেয়।” বড় ভাই রহিম জানান, দালালের প্রলুব্ধে রাশিয়ায় গিয়েছিলেন, এবং এখন পরিবারের আকুল আবেদন লাশ দেশে আনার জন্য।
স্থানীয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে এবং লাশ ফেরত আনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন