ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
ফেরার প্রতিশ্রুতি নয়, মৃত্যুবার্তা দিয়েছিলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭) রাশিয়ায় ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে অংশগ্রহণের সময় প্রাণ হারিয়েছেন। দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর ৮ অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর পরিবারকে জানায়। নজরুল ইসলাম সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে, চার কন্যার জনক। বড় মেয়ে সম্প্রতি এইচএসসি শেষ করেছে, মেজো পঞ্চম শ্রেণিতে, এবং ছোট দুই কন্যার বয়স যথাক্রমে ছয় ও পাঁচ বছর।
নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন এবং ২০২০ সালে অবসরে যান। ২০১৩ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো গিয়েছিলেন। অবসরের পর রাজবাড়ীতে মুদি ব্যবসা শুরু করেন, কিন্তু বড় লোকসানের কারণে আর্থিক সংকটে পড়েন। এরপর স্থানীয় দালাল ফরিদ হোসেনের প্রলোভনে তিনি রাশিয়ার নিরাপত্তা প্রহরীর চাকরিতে চলে যান। স্ত্রী আইরিন আক্তার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে নজরুল তাকে বোঝান যে বিদেশে ভালো বেতন পাওয়া যাবে।
রাশিয়ায় পৌঁছানোর পর এক মাসের সামরিক প্রশিক্ষণ শেষে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ৩০ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ ছিল। সেই দিন শেষবার ফোন করে জানায় যে আর টাকা পাঠানো হলো না এবং যদি পরবর্তীতে ফোন বন্ধ থাকে, তবে ধরে নিন সে বেঁচে নেই। এরপর থেকে পরিবারের কোনো খোঁজ মেলেনি।
দীর্ঘ সাত মাসের পর অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৃত্যুর খবর জানানো হয়। নিহত নজরুলের স্ত্রী আইরিন আক্তার বলছেন, “চার কন্যার নিয়ে এখন কিভাবে বাঁচব, সরকার যেন অন্তত লাশ ফিরিয়ে দেয়।” বড় ভাই রহিম জানান, দালালের প্রলুব্ধে রাশিয়ায় গিয়েছিলেন, এবং এখন পরিবারের আকুল আবেদন লাশ দেশে আনার জন্য।
স্থানীয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে এবং লাশ ফেরত আনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে