ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
রবিবার থেকে টাইফয়েড টিকা অভিযান, লক্ষ্য ৫ কোটি শিশু

নিজস্ব প্রতিবেদক :আগামী রবিবার, ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ৫ কোটি শিশুকে একটি করে নিরাপদ ও কার্যকর টাইফয়েডের টিকা বিনামূল্যে দেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, এই ক্যাম্পেইন চলবে স্কুলে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি ক্লিনিকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
ডা. সায়েদুর রহমান জানান, ইতোমধ্যে প্রায় ১ কোটি ৬৮ লাখ শিশু টাইফয়েডের টিকার জন্য নিবন্ধিত হয়েছে। যেসব শিশু জন্মনিবন্ধন সনদ না থাকায় বা স্কুলে না যাওয়ায় ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত হয়নি, তাদের ম্যানুয়ালি তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, এই টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নিরাপদ হিসেবে স্বীকৃত এবং ইতোমধ্যে অনেক দেশে এটি ব্যবহৃত হয়েছে। গ্যাভির (GAVI) সহযোগিতায় বাস্তবায়িত এই ক্যাম্পেইনে সরকারের কোনো ব্যয় নেই।
ডা. সায়েদুর রহমান আরও জানান, টাইফয়েড শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ, যা প্রতিরোধযোগ্য। বর্তমানে দেশে শিশু মৃত্যুর দুই-তৃতীয়াংশের জন্য টাইফয়েড দায়ী। এই টিকা গ্রহণ করলে একটি শিশু গড়ে ৩ থেকে ৭ বছর পর্যন্ত টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে পারে।
তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং এর জন্য কোনো সার্ভিস চার্জ কিংবা অন্য কোনো অর্থ নেওয়া যাবে না।
টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিনের দাবিতে কর্মসূচি চালিয়ে গেলেও তিনি বিশ্বাস করেন—টিকাদান কর্মসূচিকে তারা কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলবেন না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা