ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ডিভিডেন্ড ঘোষণার তারিখ পরিবর্তন করেছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ অক্টোবর ০৯ ১৫:২৭:২৮

ডিভিডেন্ড ঘোষণার তারিখ পরিবর্তন করেছে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিকস লিমিটেড তাদের বোর্ড সভার তারিখ পুনঃনির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, এর আগে ১২ অক্টোবর বিকেল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন সেটি পুনঃনির্ধারণ আগামী ২৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে ধার্য্য করেছে।

সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫-এর নিয়ম ১৯(১) অনুযায়ী এই সভা আহ্বান করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে মুন্নু ফ্রেবিক্স ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ৩০ জুন, ২০২৫ অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫ পর্যন্ত) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। যা আগের বছরও একই সময়ে ছিল ৯ পয়সা।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত