ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
চানখারপুল হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ
.jpg)
নিজস্ব প্রতিবেদক: নির্মম ‘চানখারপুল হত্যাকাণ্ড’-এ দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (বৃহস্পতিবার) সাক্ষ্য দিতে যাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে আসিফ মাহমুদের জবানবন্দি গ্রহণ করবেন। এর মাধ্যমে মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম আরও এক ধাপ অগ্রসর হচ্ছে।
এর আগে ৫ অক্টোবর নবম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে একজন সাক্ষী জবানবন্দি দেন। তারও আগে ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনে তিনজন সাক্ষী, ১৪ আগস্ট সপ্তম দিনে তিনজন এপিবিএন সদস্যসহ সাক্ষ্য দিয়েছেন। ১১ সেপ্টেম্বর ষষ্ঠ দিনে দুই প্রত্যক্ষদর্শী—নিউমার্কেটের দোকান কর্মচারী টিপু সুলতান ও নৌবাহিনীর ঠিকাদার মনিরুজ্জামান—জবানবন্দি দেন।
অন্যদিকে, ৭ সেপ্টেম্বর পঞ্চম দিনের সাক্ষ্যে শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি, প্রত্যক্ষদর্শী রাব্বি হোসেন ও ব্যবসায়ী আবদুল গফুরের বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২১ আগস্ট চতুর্থ দিনে শহীদ রাকিব হাওলাদারের বাবা জাহাঙ্গীর হোসেন ও ভাই রাহাত হাওলাদার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রথম দিন (১১ আগস্ট) শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ সাক্ষ্য দেন, এরপর পর্যায়ক্রমে আরও অনেক প্রত্যক্ষদর্শী, নিহতদের স্বজন ও শিক্ষক সাক্ষ্য দিয়েছেন।
মামলায় গ্রেফতার চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। আর পলাতক আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল এই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ গুলি চালালে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের জন্ম দেয় সেই হত্যাযজ্ঞ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা