ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

চীনে বিএনপির বনভোজন: ঐক্য-উদ্দীপনায় ভরপুর দুই দিন

২০২৫ অক্টোবর ০৮ ১৬:৫৩:৫৬

চীনে বিএনপির বনভোজন: ঐক্য-উদ্দীপনায় ভরপুর দুই দিন

বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করা ও কার্যক্রমে নতুন গতি আনতে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে।

৬ ও ৭ অক্টোবর দুই দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হয় চীনের হুইঝু শহরের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে। আয়োজনটি শুধু আনন্দঘন মিলনমেলা নয়, বরং ঐক্য, উদ্দীপনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রতীক হয়ে উঠেছিল বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।

বনভোজনে উপস্থিত ছিলেন চীন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সাখাওয়াত হোসেন কানন, শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, এস এম আল-আমিন, হাসমত আলী মৃধা জেমস, সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু ও রাসেল আহমেদ প্রমুখ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন চীন বিএনপির আরেক নেতা আসিফ হক রুপু।

দুই দিনের এ আয়োজনে আলোচনা, পরিকল্পনা ও সম্প্রীতির মধ্য দিয়ে নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও সংহতির শপথ পুনর্ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, এই ধরনের কর্মসূচি প্রবাসে বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করবে।

আয়োজনে চীনে অবস্থানরত শতাধিক প্রবাসী বাংলাদেশি, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত