ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

নির্বাচনের নামে ‘ই-ভোটের হাস্যরস’: তামিমের অভিযোগ

২০২৫ অক্টোবর ০৮ ১৫:৪০:১০

নির্বাচনের নামে ‘ই-ভোটের হাস্যরস’: তামিমের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: এবারের বিসিবি নির্বাচনে সভাপতির পদে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশায় ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল। তবে শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজেই নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও নির্বাচন থেকে সরে আসে। সব আলোচনার মাঝেই গত সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতি নির্বাচিত হন।

নির্বাচনে ঢাকার ক্লাব ক্রিকেটের বেশিরভাগ কাউন্সিলর ভোট বর্জন করেন। নির্বাচনের পর বুধবার এক সংবাদ সম্মেলনে তারা এ বিষয়টি প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। তিনি বলেন, একা দাঁড়িয়ে নির্বাচন করলেও সহজে জয়ী হতেন। তবে তার উদ্দেশ্য ছিল সিলেকশন নয়, বরং একটি স্বচ্ছ এবং ন্যায্য নির্বাচন নিশ্চিত করা।

তামিম আরও বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্বতন্ত্র হিসেবেও দাঁড়ালেই আমি সহজে জিততাম। তবে আমি চাইনি নির্বাচন শুধু নির্বাচনের জন্য হোক। আমার লক্ষ্য ছিল ফেয়ার ইলেকশন। ক্লাব সংগঠকদের আমি অনুরোধ করেছি, ভবিষ্যতে যেন তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করে।”

সাবেক অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়াকেও সমালোচনা করেন। তিনি বলেন, “নির্বাচনের নামে যে প্রক্রিয়া হয়েছে, সেটি যথাযথ ছিল না। বিশেষ করে ক্যাটাগরি ২-এ ৪২ ভোটের মধ্যে ৩৪টি ই-ভোট হয়েছে, যারা সকাল থেকে রাত পর্যন্ত কেন্দ্রেই উপস্থিত ছিলেন। তাহলে তাদের ই-ভোটের প্রয়োজনীয়তা কী ছিল?”

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত