ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

জাপানকে হারিয়ে বাংলাদেশ পেল ইউনেসকোর সভাপতির আসন

২০২৫ অক্টোবর ০৭ ২০:২৯:১০

জাপানকে হারিয়ে বাংলাদেশ পেল ইউনেসকোর সভাপতির আসন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে এই সুখবর জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী লিখেছেন, জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে বাংলাদেশ সভাপতি পদ জিতে নিয়েছে। বাংলাদেশ ও জাপানের পাশাপাশি কোরিয়া ও ভারতও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে শেষ পর্যায়ে কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে।

উল্লেখ্য, ইউনেসকোর ৪৩তম সম্মেলন আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাংস্কৃতিক নেতৃত্বের স্বীকৃতি আরও শক্তিশালী হবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত