ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে কঠোরতা: নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক ও কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া আরও সুসংগঠিত করতে ১২ দফা সংশোধিত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মকর্তা একবার আবেদন করার পর পরবর্তী তিন মাসের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন না।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিভাগটির উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০ সংশোধন করে সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা, ২০২৫ নামে নতুন নীতিমালা চালু করা হয়েছে, যা ৩০ জুন থেকে কার্যকর হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রভাষক থেকে অধ্যাপক, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য শিক্ষক ও কর্মকর্তারা তাদের পিডিএস (Personnel Data Sheet) হালনাগাদ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নির্ধারিত ফরমে; www.shed.gov.bd, www.dshe.gov.bd এবং www.emis.gov.bd।
অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া কোনো প্রতিষ্ঠানপ্রধান আবেদন পেন্ডিং রাখতে পারবেন না, অগ্রায়ণ সম্পন্ন করে তা নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
বদলি–পদায়ন নীতিমালা অনুযায়ী, প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত সব পদে বদলি ও পদায়নের ক্ষমতা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। প্রাপ্ত আবেদনগুলো প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
নতুন নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষক বা কর্মকর্তা একবার আবেদন করলে তিন মাসের আগে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। পাশাপাশি একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বদলি পদায়নের আদেশ প্রকাশ করা হবে। তবে নন ক্যাডার কর্মকর্তারা কোনো ক্যাডার পদে বদলি পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে জনস্বার্থে প্রশাসনিক আদেশে সারাদেশের কলেজ থেকে শূন্যপদ তৈরি করা হবে। তবে বদলি প্রক্রিয়ার বাইরে রাজনৈতিক তদবির, প্রভাব খাটানো বা আধা সরকারি পত্র (ডিও লেটার) উপস্থাপনকে অসদাচরণ হিসেবে গণ্য করা হবে।
অসম্পূর্ণ বা হালনাগাদবিহীন পিডিএস বিবেচনায় নেওয়া হবে না এবং বদলি পদায়ন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি