ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

প্রত্যাশায় শুরু, হতাশায় শেষ: শেয়ারবাজারে নাটকীয় পতন

২০২৫ অক্টোবর ০৭ ১৫:৪১:১৮

প্রত্যাশায় শুরু, হতাশায় শেষ: শেয়ারবাজারে নাটকীয় পতন

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের স্বাভাবিক দর সংশোধনের পর বিনিয়োগকারীরা আজ শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা সেই প্রত্যাশাকে আরও জোরালো করে তোলে। বাজার শুরুর পরপরই সূচক ২০ পয়েন্টের বেশি বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের মাঝে আশাবাদী মনোভাব সৃষ্টি করে। অনেকে ধরে নিয়েছিলেন, বাজার হয়তো আজ ঘুরে দাঁড়াবে।

কিন্তু দুপুর গড়াতেই বাজারের গতিপথ বদলে যেতে শুরু করে। দুপুর ১২টার পর থেকেই সূচকের পতনের ধারা স্পষ্ট হয়ে ওঠে। ক্রয়চাপ হঠাৎ কমে গিয়ে বিক্রির চাপ বাড়তে থাকে, ফলে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। অনেক শেয়ার যা সকালে বাড়তি দরে লেনদেন হচ্ছিল, দুপুরের পর দ্রুত দর হারাতে শুরু করে। বিনিয়োগকারীরা এই অপ্রত্যাশিত পরিবর্তনে হতবাক হয়ে পড়েন এবং কেউ কেউ আতঙ্কে শেয়ার বিক্রি করতে থাকেন।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে উত্থান থাকলেও শেষ ঘণ্টাগুলো ছিল নিদারুণ হতাশার। সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে আশার বিষয় হলো, টাকার অঙ্কে মোট লেনদন কিছুটা বেড়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এখন দরকার নীতিগত সহায়তা এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা।

আজ (সোমবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১.৫৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪.৯৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৮২টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫০ কোটি ৬৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

এদিন সিএসইতে ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৯.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৯.১৫ পয়েন্ট বেড়েছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত