ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

টাইগ্রেসদের টানা জয় শিকার, নারী বিশ্বকাপে ইংল্যান্ডের মোকাবিলা

২০২৫ অক্টোবর ০৭ ১৫:৩৬:৫২

টাইগ্রেসদের টানা জয় শিকার, নারী বিশ্বকাপে ইংল্যান্ডের মোকাবিলা

স্পোর্টস নিউজ :নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। তাদের প্রতিপক্ষ এইবার ইংল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক, ফলে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছে টাইগ্রেসরা। এ ম্যাচে তারা টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নামছে।

বাংলাদেশ নারী দল ইতিমধ্যেই তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে। সেই জয়ের ধারাবাহিকতা রক্ষা করাই এখন তাদের মূল লক্ষ্য। ম্যাচটি হবে তাদের আত্মবিশ্বাস এবং দক্ষতা প্রদর্শনের মঞ্চ, যেখানে টাইগ্রেসরা চেষ্টা করবে নিজেদের সক্ষমতা দেখাতে এবং দর্শকদের মনে জয় উৎসবের আনন্দ জাগাতে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত