ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

বিসিবি'র নতুন কমিটির প্রথম সভা আজ

২০২৫ অক্টোবর ০৭ ১০:১০:১৭

বিসিবি'র নতুন কমিটির প্রথম সভা আজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে সোমবার আমিনুল ইসলাম জানান, তিনি ক্রিকেটের উন্নয়নে নিজের সব সময় এবং পরিশ্রম উৎসর্গ করতে প্রস্তুত। চার মাস আগে দায়িত্ব নেওয়ার সময় তিনি টি-টোয়েন্টি ইনিংস খেলতে আগ্রহী ছিলেন, এবার তিনি বলছেন, টেস্ট ইনিংসের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই কাজ করবেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল, একইভাবে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ। দুজনই একে অপরের নাম প্রস্তাবক। নতুন কমিটির প্রথম সভা আজ বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় আলোচনা হবে ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, ঘরোয়া ক্রিকেট সংস্কার এবং নতুন কোচিং কাঠামো নিয়ে। আমিনুল ইসলাম বলেন, “বিসিবির সভাপতি পদ সব সময় অনারারি ছিল। আইসিসিতে চাকরি ছেড়ে এসে আমি এখন শুধু বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রতি প্রেমে পড়ে এই দায়িত্ব নিয়েছি। স্বল্প মেয়াদের জন্য এসেছিলাম, কিন্তু যখন ছোট ছোট সাফল্য দেখলাম, সেই লোভকে এড়িয়ে রাখতে পারিনি। তাই দেশের ক্রিকেটকে আরও সেবা দেওয়ার লক্ষ্যেই এখন রয়ে গেছি।”

সদ্য সহসভাপতি নির্বাচিত ফারুক আহমেদ বলেন, “আমাদের সবার লক্ষ্য একই। ব্যক্তিগত বিষয়গুলো এড়িয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।”

নতুন কমিটি চার বছরের জন্য নির্বাচিত হয়েছে। তবে নির্বাচনে অনেক পরিচালক অংশ নেননি। আজকের সভায় ২৩টি বিভাগে ২৫ জন পরিচালকের দায়িত্ব ভাগ করা হবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত