ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

কর কাঠামো সংস্কারে সরকার কর্তৃক জাতীয় টাস্কফোর্স গঠন

২০২৫ অক্টোবর ০৬ ২৩:৫১:৩০

কর কাঠামো সংস্কারে সরকার কর্তৃক জাতীয় টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কর ব্যবস্থার কাঠামোগত সংস্কার ও উন্নয়নের মাধ্যমে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর-জিডিপি অনুপাতকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে সরকার জাতীয় পর্যায়ের একটি 'টাস্কফোর্স' গঠন করেছে।

সোমবার (৬ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর চেয়ারম্যান ড. জায়েদী সাত্তারকে টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও টাস্কফোর্সের সদস্য হিসেবে রয়েছেন ড. সুলতান হাফিজ রহমান (ব্র্যাক ইনস্টিটিউট), প্রফেসর এমিরিটাস ড. সৈয়দ মইনুল আহসান (কনকর্ডিয়া ইউনিভার্সিটি), ড. মোহাম্মদ জাহিদ হোসাইন (বাংলাদেশ কৃষি ব্যাংক) এবং ড. সাজ্জাদ জহির (ইকোনমিক রিসার্চ গ্রুপ)। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন করে প্রতিনিধিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী এই টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কার্যপরিধি:

টাস্কফোর্স দুটি প্রধান বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে:

১. কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করতে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস ও নীতি-সুপারিশ তৈরি।২. দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অভ্যন্তরীণ-বহিঃবাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব তৈরি।

প্রয়োজনে টাস্কফোর্সে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ থাকবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে অর্থ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, কর প্রশাসন ও রাজস্ব আহরণের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগবান্ধব ও অর্থনৈতিক প্রবৃদ্ধি-সহায়ক কর কাঠামো তৈরির দিকেও টাস্কফোর্সটি গুরুত্ব দেবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত