ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

'সহজক্যাশ' নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

২০২৫ অক্টোবর ০৬ ২২:০০:৫৭

'সহজক্যাশ' নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, 'সহজক্যাশ লিমিটেড' নামে কোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর আবেদন গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো অনুমোদন প্রক্রিয়াধীনও নেই। কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় সহজক্যাশ লিমিটেডের নামে একটি চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। ওই বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, সহজক্যাশ লিমিটেড 'প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে' এবং 'এমএফএস চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে'। বাংলাদেশ ব্যাংক এই দাবিকে মিথ্যা উল্লেখ করে জানায়, সহজক্যাশ লিমিটেডের নামে এমএফএস চালুর কোনো আবেদনই তাদের দ্বারা গৃহীত হয়নি এবং এর অনুমোদনও প্রক্রিয়াধীন নেই।

জনসাধারণের স্বার্থে এই সতর্কবার্তা জারি করে কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে যে, সহজক্যাশ লিমিটেডের সঙ্গে লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত