ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

পুলিশে এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

২০২৫ অক্টোবর ০৬ ১৬:২৩:২৮

পুলিশে এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সক্ষমতা জোরদারে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে ৪ হাজার জনবল নিয়োগের পথ খুলে দিয়েছে সরকার। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সম্মতিপত্র পাঠানো হয়েছে। এই নিয়োগের মধ্যে ২ হাজার পদে সরাসরি এবং বাকি ২ হাজার পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো অনুযায়ী বিভিন্ন ইউনিটের বিপরীতে রাজস্বখাতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ অস্থায়ীভাবে সৃজনে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হয়েছে।

চিঠিতে পদ সৃজনের জন্য কয়েকটি শর্তও বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থ বিভাগের যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ, ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি অর্জন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন নেওয়া।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো একসঙ্গে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের এই উদ্যোগকে আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের কাঠামোগত সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত