ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

কোম্পানির শেয়ারহোল্ডার পেলেন ৪৩ কোটি টাকার শেয়ার

২০২৫ অক্টোবর ০৬ ১৬:১৩:৩২

কোম্পানির শেয়ারহোল্ডার পেলেন ৪৩ কোটি টাকার শেয়ার

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্পন্সর শেয়ারহোল্ডার মো. আবদুল হালিম নজিরবিহীন পারিবারিক লেনদেনের ঘোষণা দিয়েছেন। তিনি ব্যাংকটির ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩টি শেয়ার তার পুত্র মো. আবদুল হাকিম (যিনি ব্যাংকের একজন সাধারণ শেয়ারহোল্ডার) এর অনুকূলে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই শেয়ার হস্তান্তরটি ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে এবং এটি হবে এক্সচেঞ্জের স্বাভাবিক ট্রেডিং সিস্টেমের বাইরে। অর্থাৎ, এটি সরাসরি পারিবারিক মালিকানা হস্তান্তরের মাধ্যমে সম্পাদিত হবে।

আজ সোমবার (০৬ অক্টোবর) শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৬ টাকা ৪০ পয়সা। এই দর অনুযায়ী, উপহার হিসেবে দেওয়া শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪৩ কোটি টাকারও বেশি (প্রায় ৪৩ কোটি ৮ লাখ টাকা)।

শেয়ারবাজারে এ ধরনের পারিবারিক ‘গিফট ট্রান্সফার’ স্বাভাবিক ঘটনা। বিশ্লেষকদের মতে, এটি ব্যাংকের স্পন্সর পরিবারের অভ্যন্তরীণ শেয়ার পুনর্গঠন ও মালিকানা সংহতকরণের অংশ। তারা বলছেন, “এমন স্বচ্ছ উপহারমূলক হস্তান্তর কোম্পানির মালিকানা কাঠামোকে আরও সুসংহত করে।” তবে এই শেয়ার আবার বাজারে বিক্রি করার সুযোগও তৈরি করে। কারণ যিনি উপহার হিসাবে শেয়ার পেলেন, তিনি যদি সাধারণ শেয়ারহোল্ডারই থাকেন, তাহলে তার শেয়ার বিক্রিতে কোনা ঘোষণা দিতে হবে না।

আগের দিন (রবিবার) ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক পরিচালক মির্জা ইয়াসির আব্বাস, তার মা আফরোজা আব্বাস-কে ব্যাংকটির ৩ কোটি ১৩ লক্ষ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন, যার বাজার মূল্য প্রায় ৩৬ কোটি ৩৪ লক্ষ টাকা।

সেই হিসাবে আজ শাহজালাল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. আবদুল হালিমের উপহার দেওয়ার ঘোষণাটি আরও বড়। তার উপহার দেওয়া ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩ শেয়ারের বাজার মূল্য দাঁড়াবে ৪৩ কোটি টাকার বেশি। যা শেয়ারবাজারে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।

শাহজালাল ইসলামী ব্যাংকের ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৫২ পয়সা।

ডিএসই-এর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা প্রায় ১১১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ৩৫১টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪১.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.৪৯ শতাংশ, বিদেশিদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.১৪ শতাংশ।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত