ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি ঘোষণা

২০২৫ অক্টোবর ০৬ ১৩:০৬:২৫

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনভিত্তিক ভাতা বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী ১২ অক্টোবর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন। শিক্ষকদের মূল দাবি হলো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা।

সোমবার (৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে বলেন, সরকার যে ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস। বর্তমান বাজার পরিস্থিতিতে এ অর্থে একটি পরিবারের একদিনের বাজারও চলতে পারে না। তাই তারা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছেন এবং পূর্বের দাবিটি পুনর্ব্যক্ত করছেন।

তিনি আরও বলেন, আমরা সরকারের প্রতি সম্মান রেখেই বাস্তবসম্মত দাবি জানাচ্ছি। কিন্তু মন্ত্রণালয় ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ এই চার স্লটে প্রস্তাব দিয়েছে, যা শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে মেলে না। আমরা চাই স্পষ্টভাবে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হোক।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, আগামী ১২ অক্টোবর ঢাকায় সর্ববৃহৎ শিক্ষকের জমায়েত হবে। সরকার যদি ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে তারা অব্যাহতভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও সর্বজনীন বদলির দাবি জানিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত