ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ইতিহাস গড়লেন আরব আমিরাতের নারী সুন্দরী

২০২৫ অক্টোবর ০৬ ১২:১৭:২৮

ইতিহাস গড়লেন আরব আমিরাতের নারী সুন্দরী

বিনোদন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সরাসরি অংশ নিচ্ছেন দেশটির এক নারী। মরিয়ম মোহামেদ নামের এই ২৬ বছর বয়সী মডেল আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আসরে ইউএই-এর প্রতিনিধিত্ব করবেন। এই খবর আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল প্রকাশ করেছে।

মরিয়মকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আসরে বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। মরিয়ম জানান, “এই খেতাব অর্জন আমার জীবনের জন্য এক অতুলনীয় সম্মান। এটি শুধু আমার নয়, বরং প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।”

তিনি আরও বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।”

যদিও মরিয়ম প্রথম জন্মসূত্রে আমিরাতি নারী হিসেবে অংশ নিচ্ছেন, এর আগে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অংশ নিয়েছিলেন অ্যামিলিয়া ডোব্রেভা। তবে ডোব্রেভার জন্ম কসোভোতে এবং তিনি আমিরাতি নন। মরিয়ম দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের সূত্রে এই আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত